কলকাতাকে বিধ্বস্ত করে গেইলের জবাব

প্রথম তিনটি আসরে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কিন্তু এবারের চতুর্থ আসরের নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কলকাতা, আগ্রহ দেখায়নি বাকিরাও। নিলামে অবিক্রীত থেকে গেলেও ইনজুরি থাকা ডির্ক ন্যানেসের পরিবর্তে ক্রিস গেইলকে এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এসে নিজের প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি হেঁকে কলকাতাকে বিধ্বস্ত করেই যেন মুখ ফিরিয়ে নেওয়ার জবাবটা দিয়ে দিলেন এই মারকুটে ব্যাটসম্যান!
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান তুলে কলকাতা। এবারের আসরে ধুকতে থাকা বেঙ্গালুরুর সঙ্গে লড়াইয়ের জন্য এ পুঁজি যথেষ্ট হলেও কলকাতাকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগটাও দেননি গেইল। তিলকরত্নে দিলশানকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করলেন ১২৩ রান। শেষ পর্যন্ত নিজে অপরাজিত থাকলেন ৫৫ বলে ১০ চার আর ৭ ছয়ে ১০২ রানে! ১১ বল বাকি থাকতে বেঙ্গালুরুর জয় ৯ উইকেটে।

No comments

Powered by Blogger.