এমজেএল ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির মেয়াদ বাড়ল ১৪ দিন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এমজেএল বাংলাদেশ লিমিটেড ও এম আই সিমেন্টের তালিকাভুক্তির মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে। আজ বৃহস্পতিবার কমিশনের ৩৮১তম বৈঠকে এ ব্যাপারে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠান দুটির কিছু অগ্রগতি পরিলক্ষিত হওয়ায় কমিশন দুটি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে এমজেএলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে দুই সপ্তাহ এবং পরে এক সপ্তাহ সময় বাড়ানো হয়। এ নিয়ে এমজেএলের তালিকাভুক্তির মেয়াদ তৃতীয় দফা বাড়ানো হলো।
এ ছাড়া এমআই সিমেন্টের পক্ষ থেকে ১৮ এপ্রিল তালিকাভুক্তির জন্য আরও এক মাস সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল।

No comments

Powered by Blogger.