বাসের চাকার নিচে ট্রফি

সিবেলিস চত্বরে গোটা রিয়াল দলকে নিয়ে হাজির হয়েছিল ছাদখোলা বাস। সেই বাসের ওপর থেকে ইকার ক্যাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো দুই হাতে উঁচিয়ে ধরেন স্প্যানিশ কাপের ট্রফিটা। আর লাখ লাখ রিয়াল মাদ্রিদ সমর্থক হুল্লোড় তুলছিল—চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন!
একেক করে ট্রফিটা উঁচিয়ে ধরছিলেন রিয়াল খেলোয়াড়েরা। চিৎকারটাও ভেসে আসছিল বারবার। হঠাৎ করে চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন ধ্বনি উঠে তা মিলিয়ে গেল। সার্জিও রামোস ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন, কিন্তু পড়ে যায় তা হাত ফসকে। এত সাধের ট্রফি বাসের চাকার নিচে চলে গেলে কি আর কথা বেরোয় মুখ থেকে!
মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে সিবেলিস চত্বরে। নিরাপত্তাকর্মীরা অবশ্য পড়ে যাওয়া ট্রফিটা সঙ্গে সঙ্গেই তুলে ফেলেন। তবে এরপর আর সেটা সমর্থকদের সামনে তুলে ধরেননি কোনো খেলোয়াড়। অনেকেই ধরে নিয়েছে, বাসের চাকার নিচে পড়ে চূর্ণই হয়ে গেছে রিয়ালের সাধের ট্রফি। তবে রামোস পরে জানিয়েছেন ১৫ কেজি ওজনের ট্রফিটা অক্ষতই আছে, ‘কাপটা পড়ে গিয়েছিল। তবে কিছু হয়নি, সব ঠিক আছে।

No comments

Powered by Blogger.