মার্কিন বিমানের ছাদে আকস্মিক ছিদ্র জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী বিমান গত শুক্রবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণে বাধ্য হয়েছে। আকস্মিকভাবে বিমানটির ছাদে বিশাল ছিদ্র তৈরি হওয়ায় পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হন। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ১১৮ জন যাত্রী নিয়ে সাউথইস্ট এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমানটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির ছাদে হঠাৎ করে বিরাট গর্তের সৃষ্টি হয়। পরে অ্যারিজোনার একটি সামরিক ঘাঁটিতে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমানের একজন যাত্রী বলেন, ‘বিমান আকাশে ওড়ার পরই আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোলা বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি বিমানের ছাদে বিশাল এক গর্ত। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই দেখি বিমানটি জরুরি অবতরণ করেছে।’
সরকারি কর্মকর্তারা জানান, মাটি থেকে বিমানটি যখন ৩৬ হাজার ফুট ওপরে ছিল, তখন এ ঘটনা ঘটে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটি ঘটেছে। এর সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো সংশ্লিষ্টতা নেই।

No comments

Powered by Blogger.