ফাইনালের ট্রফি আটক!

বিমানে করে কলম্বো থেকে বিশ্বকাপ ট্রফি মুম্বাই নিয়ে আসছিলেন আইসিসির একজন প্রতিনিধি। কিন্তু বিমানবন্দরে নামতেই বেঁকে বসলেন মুম্বাইয়ের শুল্ক কর্মকর্তারা। কর্মকর্তাদের দাবি, ট্রফিটির মূল্য ১ লাখ ৩০ হাজার ডলার। এর জন্য কমপক্ষে ৫০ হাজার ডলার শুল্ক দিতে হবে। তা না হলে ট্রফি নিয়ে বের হওয়ার ছাড়পত্র দেবেন না তাঁরা। কিন্তু ট্রফিটি তো ব্যবসায়িক উদ্দেশ্যে নেওয়া হচ্ছে না। তাহলে শুল্ক কেন? ওয়েবসাইট।
কারণটা পরে বুঝতে পেরেছেন আইসিসির প্রতিনিধি। শুল্ক নেওয়ার অজুহাতে তাঁকে আটকে ঘুষ হিসেবে ফাইনালের টিকিট চাওয়ার ফন্দি এঁটেছিলেন শুল্ক কর্মকর্তারা। ট্রফিটা বিমানবন্দরেই রেখে দিতে বলেন আইসিসির প্রতিনিধি। বলেন, আইসিসির প্রধান কার্যালয় দুবাইয়ে যাওয়ার সময় নিয়ে যাবেন ট্রফিটা। শুনে আক্কেলগুড়ুম হয়ে গিয়েছিল শুল্ক কর্মকর্তাদের। তাঁরা জানতেন না, এটা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা! আসল ট্রফি তো আগেই মুম্বাই গিয়ে বসে আছে! আইসিসি প্রতিনিধিকে হেনস্থা করতে গিয়ে জব্দ হয়েছেন শুল্ক কর্মকর্তারাই।

No comments

Powered by Blogger.