মিয়ানমারে নতুন সরকারি পত্রিকা চালু

মিয়ানমার মিয়াওয়াড্ডি নামে একটি নতুন পত্রিকা চালু করেছে। এ নিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকার সংখ্যা দাঁড়াল ৪-এ। গতকাল শনিবার চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের নতুন রাজধানী নেপিডোভিত্তিক এ পত্রিকাটি গত শুক্রবার থেকে ছাপানো শুরু হয়। গতকাল শনিবার ইয়াঙ্গুনের সর্বত্র পত্রিকাটি পাওয়া গেছে।
গত বুধবার মিয়ানমারের নবনির্বাচিত বেসামরিক সরকার ক্ষমতা নেওয়ার দুই দিন পর ১৬ পৃষ্ঠার এ পত্রিকাটি চালু করা হয়। দেশটির অন্য রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকাগুলো হলো কিয়ায়মন, মিয়ানমা আহলিন ও ইংরেজি ভাষার নিউ লাইট অব মিয়ানমার।

No comments

Powered by Blogger.