পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ুতে সরকার বদল হচ্ছে

এবার পশ্চিমবঙ্গ এবং কেরালায় বামপন্থীরা ক্ষমতা হারাতে চলেছে। অন্যদিকে তামিলনাড়ুতে ক্ষমতা হারাচ্ছে ডিএমকে-কংগ্রেসের জোট সরকার। তবে আসামে কোনো রকমে টিকে থাকতে পারে কংগ্রেস। ভারতের ইংরেজি ভাষার সাময়িকীইন্ডিয়া টুডে আসন্ন পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা এবং তামিলনাড়ুু বিধানসভার প্রাক-নির্বাচনী এক সমীক্ষায় এ কথা বলেছে।
সমীক্ষায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ক্ষমতাসীন বামফ্রন্ট ১০১টি আসনে জিততে পারে। অন্যদিকে কংগ্রেস-তৃণমূল জোট পেতে পারে ১৮২টি আসন। আর অন্যান্য দল পাবে ১১টি। নির্বাচনে বামফ্রন্ট পাবে ৪৩ শতাংশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল-কংগ্রেস জোট পাবে ৪৪ শতাংশ ভোট।
কেরালা বিধানসভার ১৪০টি আসনে সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট বা এলডিএফ পাবে মাত্র ৪১টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোট বা ইউডিএফ পাবে ৯৬টি। আসামে ক্ষমতাসীন কংগ্রেস এবার টেনেটুনে জোট করে ক্ষমতায় টিকে থাকতে পারবে। এবার তাদের আসনসংখ্যা কমবে। এখানকার ১২৬ আসনের বিধানসভায় কংগ্রেসের আসনসংখ্যা কমে এবার ৪৬-এ এসে দাঁড়াতে পারে। গত বছর কংগ্রেস পেয়েছিল ৫৩টি আসন।
তামিলনাড়ু ক্ষমতাসীন ডিএমকে-কংগ্রেস জোটের শোচনীয় পরাজয় হবে। ক্ষমতায় আসছে এআইএডিএমকে প্রধান জয় ললিতা। এখানকার ২৩৪ আসনের বিধানসভায় ১৬৪ আসনে জয় ললিতার দল জিততে পারে। করুণানিধির ডিএমকে এবং কংগ্রেস জোট পাবে মাত্র ৬৮টি আসন।
সমীক্ষায় আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে চায় ২০ দশমিক ১ শতাংশ ভোটার। আর মমতাকে চায় ৪৮ দশমিক ৬ শতাংশ। আবার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে ৫৩ শতাংশ। অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার গঠনের পক্ষে রায় দিয়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ ভোটার।

No comments

Powered by Blogger.