পাঁচ ভাগে আসছে অস্ট্রেলিয়া দল

১৪ জনের দল। সঙ্গে কোচ-নির্বাচক মিলে টিম অফিশিয়াল ১৩ জন। ২৭ জনের বহর হলে যা হওয়ার কথা, তা-ই হয়েছে অস্ট্রেলিয়া দলের। বাংলাদেশে আসার জন্য এক বিমানে পাওয়া যায়নি এত আসন। আগামীকাল ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত তিন দিনে অস্ট্রেলিয়া দলটা ঢাকা আসছে পাঁচ ভাগে ভাগ হয়ে!
ক্যাথে প্যাসিফিকে আগামীকাল রাত আটটা পাঁচ মিনিটে সিকিউরিটি ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাইসির সঙ্গে ঢাকা পৌঁছাবেন চার ক্রিকেটার শেন ওয়াটসন, ব্রেট লি, ব্র্যাড হাডিন ও স্টিভেন স্মিথ। কালই রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আসবে খেলোয়াড়-কর্মকর্তাসহ আরও ১৯ জনের বহর। এই ২৪ জন এসে যাওয়ার পরও বাকি থেকে যাবে তিনজন। ৫ এপ্রিল ভোর পাঁচটায় আসবেন একজন, সকাল আটটায় আরেকজন। পরদিন ৬ এপ্রিল সর্বশেষ ঢাকায় পৌঁছাবেন নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ।
অস্ট্রেলিয়া দল ঢাকায় আসার আগের দিন অর্থাৎ আজ সন্ধ্যা সাতটায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দল দুটি চার দিনের ম্যাচ ছাড়াও খেলবে পাঁচটি একদিনের ম্যাচ। পচেফস্ট্রুমে প্রথমে চার দিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে ৭ এপ্রিল।

No comments

Powered by Blogger.