যুক্তরাষ্ট্রে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড় ও টর্নেডোর আঘাতে ৪৫ জনের প্রাণহানির পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় লোকজনকে উদ্ধারে অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।এরই মধ্যে নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অঙ্গরাজ্যটিতে ৬২ বার টর্নেডো আঘাত হেনেছে। সেখানে নিহত হয়েছে ২১ জন।এ ছাড়া ওকলাহোমা, আরকানস, মিসিসিপি, টেক্সাস, আলাবামা, জর্জিয়া ও ভার্জিনিয়াতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছ নর্থ ক্যারোলাইনায়।ঝড়ের কারণে কোথাও কোথাও আকস্মিক বন্যা দেখা দেয়। এ ছাড়া কোনো কোনো জায়গায় কমলালেবুর আকৃতির শিলাপিণ্ড পড়েছে বলেও জানা গেছে।গত বৃহস্পতিবার ওকলাহোমায় প্রথম ঝড় আঘাত হানে। এরপর তা পূর্ব দিকে এগিয়ে যায়। তিন দিনে ২৪০টির বেশি টর্নেডো আঘাত হেনেছে বলে খবরে বলা হচ্ছে।ক্যারোলাইনার ব্ল্যাডেন কাউন্টিতে চারজন এবং বারটিতে নিহত হয়েছে ১১ জন।
গত রোববার নর্থ ক্যারোলাইনার দুই লাখ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ ছিল না।

No comments

Powered by Blogger.