নিলামে উঠছে চার্চিলের চিত্রকর্ম

১৯৪৫ সালের ৫ জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের পর রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী স্যার উইন্সটন চার্চিল। ওই সময় তিনি এঁকেছিলেন ভিলা অন দ্য নিভেল নামের চিত্রকর্মটি। আগামী ২৬ মে তাঁর আঁকা সেই ছবিটি নিলামে উঠছে। চিত্রকর্মটির দাম তিন লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাধারণ নির্বাচনের পর চার্চিল ফ্রান্সের বাস্ক অঞ্চলে অবকাশে যান। ২৬ জুলাই নির্বাচনের ফলাফল ঘোষণা করা পর্যন্ত তিনি অবকাশে ছিলেন। ওই নির্বাচনে লেবার পার্টির কাছে তাঁর দল অপ্রত্যাশিতভাবে হেরে যায়।
অবকাশে তাঁর সঙ্গে স্ত্রী ক্লেমেনটাইনও ছিলেন। তখন সেখানকার আরেক অতিথি বোরডিউক্সের ব্রিটিশ কনসাল ব্রাইস নারিনের স্ত্রী মার্গারেট নারিন চার্চিলকে আবারও তুলি হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করেন। তখনই চার্চিল ছবিটি আঁকেন। আগামী ২৬ মে নিলামকারীপ্রতিষ্ঠান ক্রিস্টিস লন্ডনে চিত্রকর্মটি নিলামে তুলবে। ২০০৭ সালে চার্চিলের বাড়ির চিত্রকর্ম ‘চার্টওয়েল ল্যান্ডস্কেপ উইথ শিপ’ ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।

No comments

Powered by Blogger.