পিটারসেনের চোখ অধিনায়কত্বে

বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবেই খেলতে এসেছিল অস্ট্রেলিয়ার কাছ থেকে ২৪ বছর পর অ্যাশেজ ছিনিয়ে নেওয়া ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের কাছে হেরে ভাগ্যগুণে কোয়ার্টারে গিয়েই বিদায় ঘণ্টা শুনেছে দলটি। বিশ্বকাপ ব্যর্থতার পরপরই গুঞ্জন উঠেছিল অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে নিজের খেলায় মন দেবেন। এমনকি তিনি ছেড়ে দিতে পারেন ওয়ানডে ক্রিকেটও। ব্যাপারটি এখনো গুঞ্জনের মধ্যেই রয়েছে। পরিষ্কারভাবে জানা যায়নি স্ট্রাউস আদৌ ওয়ানডে অধিনায়কত্ব ছাড়বেন কি না।
এরই মধ্যে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কত্বের প্রতি নিজের আগ্রহটা চেপে রাখতে পারেননি হার্নিয়া সমস্যার কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে যাওয়া কেভিন পিটারসেন। তিনি বলেছেন, ‘যদি সুযোগ আসে, তাহলে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্ব গ্রহণে আমার কোনো সমস্যা নেই।’
২০০৮-০৯ মৌসুমে কিছুদিন ইংলিশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন পিটারসেন। অধিনায়ক হিসেবে সে সময়টার কথা মনে করে তৃপ্তিই বোধ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা সে সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ করেছিলাম। কিন্তু চেন্নাইয়ের একটি টেস্টে শচীন টেন্ডুলকারের দুর্দান্ত সেঞ্চুরি ইংল্যান্ডকে একটি বিখ্যাত টেস্ট জয় থেকে বঞ্চিত করেছিল।’
পিটারসেনের মতে, ‘নতুন করে সুযোগ আসলে আমি খুব একটা খারাপ করব না বলে আশা রাখি।

No comments

Powered by Blogger.