ডিএসইতে সাধারণ সূচকের সার্কিট ব্রেকার ২২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচকে সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। সূচকের সার্কিট ব্রেকার নির্ধারণ করা হয়েছে ২২৫ পয়েন্ট। আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ সিদ্ধন্ত নেয়।
আজকের লেনদেন থেকেই এ নির্দেশ কার্যকর হবে। এর ফলে ডিএসইতে সাধারণ মূল্যসূচক ২২৫ পয়েন্ট বা তার অধিক বাড়লে বা কমলে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এসইসি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়মেই লেনদেন হবে।
এসইসির মূখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

No comments

Powered by Blogger.