বাংলালিংকের মাধ্যমে কিউবির বিল পরিশোধ করা যাবে

বাংলালিংক মোবাইল ফোন ও বাংলালিংক মোবাইল ক্যাশ পয়েন্টের মাধ্যমে এখন থেকে কিউবির গ্রাহকেরা তাঁদের মাসিক বিল দিতে পারবেন।বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা এবং কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস গতকাল মঙ্গলবার যৌথভাবে এই কার্যক্রম শুরুর ঘোষণা দেন।এ ব্যাপারে গতকাল বাংলালিংক ও কিউবির মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী কিউবির গ্রাহকেরা বাংলালিংকের বিল-পে পয়েন্টের পাশাপাশি যেকোনো বাংলালিংক নম্বর থেকেও পেমেন্ট ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে সরাসরি কিউবির বিল পরিশোধ করতে পারবেন। যাঁদের বাংলালিংক সংযোগ নেই বা কোনো মোবাইল ফোনই নেই, তাঁরাও কাছের বাংলালিংক মোবাইল ক্যাশ পয়েন্টে গিয়ে বিল দিতে পারবেন। এই বিল-পে সেবাটি ঢাকা ও চট্টগ্রামে ২১৯টি বাংলালিংক ক্যাশ পয়েন্টে চালু হয়েছে। আশা করা হচ্ছে, চলতি জানুয়ারির শেষ নাগাদ ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংকের এক হাজার ২০০ বিল-পে সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।জেরি মবস বলেন, ‘নতুন এই বিল দেওয়ার পদ্ধতি একটি সহজতর সমাধান, যেমনটা আমাদের গ্রাহকেরা চেয়েছিলেন। গ্রাহকদের জন্য এমন একটি সেবা দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’

No comments

Powered by Blogger.