ডিএসইতে দরপতনে আবারও বিক্ষোভ, শতাধিক গাড়ি ভাঙচুর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও দরপতন ঘটে। ডিএসইর সাধারণ মূল্যসূচকে নতুন করে আরোপ করা সার্কিট ব্রেকার অতিক্রম করায় লেনদেন বন্ধ হয়ে যায়। এর জের ধরে মতিঝিলের বিভিন্ন স্থানে বিনিয়োগকারীদের বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা একটায় লেনদেন শুরুর পর সূচক বাড়লেও পাঁচ মিনিটের মাথায় পতন শুরু হয়। বেলা আড়াইটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক সার্কিট ব্রেকার বা সূচক বৃদ্ধির সর্বোচ্চ সীমা অতিক্রম করলে লেনদেন বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে ডিএসইর সামনের রাস্তা অবরোধ করে দফায় দফায় মিছিল করতে থাকেন। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বিনিয়োগকারীদের সরাতে লাঠিপেটা করে।এ সময় দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, দিলকুশা সড়ক, জীবন বীমা টাওয়ারের (এসইসির অফিস) নিচতলা ও ইত্তেফাক মোড়ে বিনিয়োগকারীরা ভাঙচুর চালান। এ সময় তাঁরা শতাধিক গাড়ি ভাঙচুর করেন। এতে পুরো মতিঝিল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় পুলিশ মতিঝিলের জীবন বীমা টাওয়ারের সামনে থেকে আবদুল ওহাব নামে একজনকে আটক করে বলে জানা গেছে।বেলা সাড়ে চারটার দিকে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র এক ব্রিফিংয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাজারে যাতে অস্বাভাবিক চাঙা বা অতিরিক্ত দরপতনের ঘটনা না ঘটে, সে জন্য সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। এতে বাজারে স্থিতিশীলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বাজার পরিস্থিতি: আজ বেলা আড়াইটা পর্যন্ত ডিএসইতে সাধারণ মূল্যসূচক ২২৬.৮৬ পয়েন্ট বা ৩.১৭ শতাংশ কমে ৬৯১৩.৩৮ পয়েন্টে দাঁড়ায়। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৩০টির, বেড়েছে মাত্র সাতটির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ মোট ৫৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচক বেলা আড়াইটার দিকে ৩.৩৯ শতাংশ বা ৬৯৬.৬৬ পয়েন্ট কমে ১৯৮৩৮.৮৩ পয়েন্টে দাঁড়ায়। তখন ডিএসইর মতো সিএসইর লেনদেনও বন্ধ হয়ে যায়। আজ সিএসইতে ৬৭ কোটি টাকার লেনদেন হয়। সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র সাতটির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এদিকে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন কাল বৃহস্পতিবার বেলা ১১টায় যথারীতি চালু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

No comments

Powered by Blogger.