সু চির আপিল বিবেচনা করবেন সুপ্রিম কোর্ট

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল বিলুপ্তির বিরুদ্ধে তাঁর দায়ের করা সর্বশেষ আপিলের ওপর শুনানি হবে কি না, চলতি মাসে তা বিবেচনা করবেন দেশটির সুপ্রিম কোর্ট।আইনজীবী নিয়ান উইন বলেন, ২৪ জানুয়ারি নেপিডোতে সুপ্রিম কোর্টে বিশেষ আপিলের পক্ষে তাঁরা যুক্তি উপস্থাপন করবেন।শুনানিতে তিনজন আইনজীবী অং সান সু চির প্রতিনিধিত্ব করবেন। নিয়ান উইন তাঁদের একজন। তিনি বলেন, যে দলটি ১৯৯০ সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করেছে, সেই দলটিকে যেভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, তা আইন অনুযায়ী হয়নি। তাঁরা আদালতে এই বিষয়টি তুলে ধরবেন।সু চি শুনানিতে উপস্থিত থাকবেন কি না, তা জানা যায়নি। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গত বছর সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করা হয়।১৯৯০ সালের নির্বাচনে এনএলডি বিপুল বিজয় অর্জন করে।

No comments

Powered by Blogger.