রেকর্ডসংখ্যক জাহাজ আটক

২০১০ সালে রেকর্ডসংখ্যক জাহাজ আটক ও নাবিককে অপহরণ করেছে সোমালিয়ার জলদস্যুরা। এর মধ্যে আটজন নাবিককে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সমুদ্র-সম্পর্কিত পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরো (আইএমবি) এ কথা জানায়। গত বছর জলদস্যুরা ৫৩টি জাহাজ ছিনতাই এবং এক হাজার ১৮১ নাবিককে আটক করে। এ ঘটনার ৯২ শতাংশই ঘটে সোমালিয়ার উপকূলে। এর মধ্যে গত ডিসেম্বর পর্যন্ত চাঁদার দাবিতে ছিনতাই করা ২৮টি জাহাজ এবং অপহরণ করা ৬৩৮ জন নাবিক আটক ছিল।

No comments

Powered by Blogger.