আনন্দ শিপইয়ার্ডের মূল্য নির্ধারণী রোড শো

ঢাকার একটি হোটেলে গত সোমবার রাতে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের প্রাইস ডিসকভারি বা মূল্য নির্ধারণী রোড শো অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক মো. তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আনন্দ শিপইয়ার্ডের শেয়ারের ইস্যু ম্যানেজার প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক মো. রেজাউল হক ও ব্যবস্থাপনা পরিচালক মোশারেফ হোসেন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আনন্দ শিপইয়ার্ডের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১৯০ কোটি টাকা। আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে এই প্রতিষ্ঠান তিন কোটি শেয়ার ছাড়বে। এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে ১০ টাকা।
১৯৯৯ সালে সম্পূর্ণ রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের যাত্রা শুরু হয়। আনন্দ গ্রুপের এই প্রতিষ্ঠানটি ২০০৮ সালে জাহাজ রপ্তানি শুরু করে।বর্তমানে আনন্দ শিপইয়ার্ডে ১০টি জাহাজ নির্মাণাধীন।

No comments

Powered by Blogger.