উইকিলিকসের কাছে ধনীদের ব্যাংক হিসাবের তথ্য

সুইস ব্যাংকের দুই হাজার গোপন ব্যাংক হিসাবের তথ্য গত সোমবার উইকিলিকসের কাছে হস্তান্তর করেছেন সুইস ব্যাংকের সাবেক একজন কর্মকর্তা। ব্যাংক হিসাবগুলো এশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিভিন্ন দেশের ব্যক্তিবিশেষ ও আর্থিক প্রতিষ্ঠানের। এখন এসব তথ্য জনসন্মুখে প্রকাশ করবে উইকিলিকস।ওই তালিকায় কোনো ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে কি না, এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দুটি ডিস্কে করে উইকিলিকসের কাছে এসব তথ্য সরবরাহ করা হয়েছে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, এসব তথ্য ভবিষ্যতে প্রকাশ করা হবে।সুইস-ভিত্তিক ব্যাংক জুলিয়াস বায়ের-এর সাবেক ব্যাংকার রুডলফ এলমার বলেন, ব্যাংকে যাঁদের হিসাব (একাউন্ট হোল্ডার) রয়েছে, তাঁদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও আইনপ্রণেতারাও রয়েছেন।অ্যাসাঞ্জ বলেন, ব্যবসায়ী নেতা, ব্যবসা-প্রতিষ্ঠান ও আইনপ্রণেতাদের কর ফাঁকি দেওয়ার এই প্রচেষ্টার বিষয়টি তিনি উদ্ঘাটন করবেন।অ্যাসাঞ্জ বলেন, তাঁরা অন্য সব তথ্য পাওয়ার পর যে ব্যবস্থা নিয়েছেন, এই তথ্যগুলোর ব্যাপারেও একই ব্যবস্থা নেবেন। তিনি বলেন, তথ্যগুলো সম্পূর্ণ প্রকাশ করা হবে।সুইস সংবাদপত্র ডের সোনটাগ-এর প্রতিবেদনে বলা হয়, ওই তথ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ধনী ব্যক্তিদের ব্যাংক হিসাব সম্পর্কে বর্ণনা রয়েছে। আর এই তথ্যগুলো ১৯৯০ সাল থেকে ২০০৯ সালের মধ্যকার।এলমার অবজারভার পত্রিকাকে বলেন, এই বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত, ব্যাংকগুলো জানে, কর ফাঁকি দেওয়ার জন্যই এসব অর্থ গোপন করা হয়েছে।

No comments

Powered by Blogger.