গলফ-ভক্ত শাভেজ

জোনাত্তান ভেগাস যুক্তরাষ্ট্র থেকে বব হোপ ক্লাসিক জেতার পর থেকেই হুগো শাভেজ তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করছিলেন। বলিভিয়ার প্রেসিডেন্ট নিশ্চয়ই পেয়েছেন ভেগাসকে এবং অভিনন্দনও জানিয়েছেন। এটি যে বলিভিয়ার ক্রীড়া ইতিহাসে বিরাট এক সাফল্য। গত ৫২ বছরের মধ্যে নতুন খেলোয়াড় হিসেবে প্রথম এই প্রতিযোগিতায় জিতলেন ভেগাস। ভেনেজুয়েলার প্রথম ও একমাত্র পিজিএ ট্যুর খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের সার্কিটে গলফে প্রথম শিরোপা জয়েরও কীর্তি গড়লেন। ক্যাডি বাবার উত্তরাধিকার হিসেবে ক্যাডি হিসেবেই গলফে ঢোকা। একসময়ের সেই ‘ক্যাডিবয়’ই ভেনেজুয়েলার গলফে ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সে।
শাভেজের কথা শুনে মনে হতে পারে, এটিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও একটি বিজয় হিসেবে দেখছেন বলিভিয়ার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট, ‘দারুণ খুশি আমি। জোনাত্তান ভেগাসকে অভিনন্দন। সব গ্রিঙ্গোকে (আমেরিকান) হারিয়েছে সে, দারুণ ব্যাপার!...সে ভেনেজুয়েলার গর্ব।’
সাফল্যের আশ্চর্য রকম একটা জাদু আছে। না হলে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রধান সমালোচকদের একজন এই নেতার তো গলফের নাম শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠার কথা। তাঁর কাছে গলফ ছিল বুর্জোয়াদের খেলা। যেটি হয় বিশাল সবুজ মাঠে, যেখানে সহজেই গরিবদের জন্য তোলা যায় অনেক ঘরবাড়ি। এই বিশ্বাস থেকেই সরকারি তেল কোম্পানির গোটা ছয়েক গলফ কোর্স বন্ধ পর্যন্ত করে দেওয়া হয়েছে। বেসবল-ভক্ত এই নেতাই সেদিন ভেগাসের বিজয়ের ছবি দেখে আনন্দে হাততালি দিলেন, ‘আমি গলফের শত্রু নই, কোনো খেলারই বিরোধী নই।’

No comments

Powered by Blogger.