বৃষ্টিতে ভাসল দ্বিতীয় ম্যাচ

ওয়েলিংটনের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করা পাকিস্তান কাল বৃষ্টির কারণে ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে শুরু করেছিল ঝড়ের মতো। কিন্তু মাত্রই ৪.২ ওভার পর বৃষ্টিতে শেষ হলো সেই ঝড়। শেষ হলো ম্যাচও। দুই দফা বৃষ্টির মাঝে যে ৪.২ ওভার খেলা হয়, তাতে পাকিস্তান করেছিল বিনা উইকেটে ৩১ রান। ২৫ রানই করেন আহমেদ শেহজাদ, ১ ছক্কা ৪ চারে মাত্র ১৬ বলে। মোহাম্মদ হাফিজের রান ছিল ৪।
ম্যাচ পরিত্যক্ত। গতকালই নিউজিল্যান্ড ঘোষণা করেছে ক্রাইস্টচার্চের তৃতীয় ওয়ানডের দল। ১২ সদস্যের এই দলে আছেন নিউজিল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের একমাত্র নতুন মুখ লুক উডকক। ‘আমরা মনে করি, বিশ্বকাপ দলের প্রত্যেককেই সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ’—বলেছেন প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচ। অধিনায়ক ভেট্টোরি নিজের দলটিকে দেখতে চান ড্রেসিংরুম থেকে। তাই আগামী শনিবারের এ ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর। দলে ফিরেছেন পেসার কাইল মিলস। ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে দলে নেই জেসি রাইডার ও জেমস ফ্রাঙ্কলিন।

No comments

Powered by Blogger.