বন্ধ ব্রোকারেজ হাউসগুলোর লেনদেন চালুর দাবি

বাংলাদেশ শেয়ার ইনভেস্টর অ্যাসোসিয়েশন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারে নিবন্ধন স্থগিত হওয়া ছয়টি ব্রোকারেজ হাউসের লেনদেন চালু করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে দাবি জানিয়েছে।
শেয়ার ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন ও কারিগরি সম্পাদক মোসাদ্দেক হোসেন গতকাল বুধবার এসইসির চেয়ারম্যান জিয়াউল খোন্দকার ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। তাঁরা ছয়টি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের সব বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানগুলোর লেনদেন চালুর অনুরোধ করেন।
সাক্ষাৎকালে শেয়ার ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতারা ব্রোকারেজ হাউসগুলোকে জরিমানা করা এবং তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখা নিয়ে আলোচনা করেন। এর জবাবে এসইসির চেয়ারম্যান যত দ্রুত সম্ভব এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

No comments

Powered by Blogger.