ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার

অ্যাশেজ সিরিজের লড়াইয়ে অস্ট্রেলিয়ায় এসে দলের সঙ্গে থেকে খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগানোর পরিবর্তে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। অস্ট্রেলিয়ায় আসার পরপরই তাঁর ডান গালের পেশি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এটিকে প্রাথমিক চিকিৎসায় ক্যানসার বলে সন্দেহ করেন চিকিৎসকেরা। আর ছড়িয়ে পড়ার আগেই অস্ত্রোপচার করে এটা সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। এমন একটা সময়ে অস্ট্রেলিয়া সফরে আসতে পেরে ভাগ্যকে ধন্যবাদ দিতে পারেন ফ্লাওয়ার। কারণ, ক্যানসার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার খ্যাতি আছে বিশ্বজুড়ে। তাই খুব বেশি দেরি না করে গতকাল ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেই ছোট একটা অস্ত্রোপচার করে ঝামেলা চুকিয়ে ফেলেছেন ইংল্যান্ড কোচ।
তবে দলের সঙ্গে না থাকতে পারলেও অস্ত্রোপচারের পর হোটেলে ফিরে অ্যান্ডি স্ট্রাউসদের কাছ থেকে দারুণ সুখবর পেয়েছিলেন ফ্লাওয়ার। মাত্র ১৪৩ রানেই অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট ফেলে দিয়ে দিনটা ভালোভাবেই শেষ করেছিল তাঁর শিষ্যরা। এখন কয়েক দিন বিশ্রাম নিলেই অ্যান্ডি ফ্লাওয়ার আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র। দ্বিতীয় টেস্টেই আবার কোচের ভূমিকায় অ্যান্ড্রু স্ট্রাউসদের পাশে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন ফ্লাওয়ার।
অ্যান্ডি ফ্লাওয়ারের অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল।

No comments

Powered by Blogger.