প্রায়শ্চিত্ত চলছে রুনির

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ওয়েইন রুনি। গত মাসে ম্যানইউর সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে যা কিছু ঘটেছে সেজন্যই রুনি ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে সব ম্যানইউ সমর্থকের কাছে ক্ষমাপ্রার্থী। ম্যানইউতে আর নয়—পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করার আগে রুনি দিয়েছিলেন এমন ঘোষণা। পরে অবশ্য কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত বদলান। পরে তাঁর সঙ্গে নতুন চুক্তি হয়েছে ম্যানইউর, বেড়েছে বেতন। কিন্তু যেভাবে এটি হয়েছে তাতে সমর্থকদের ধারণা জন্মে যায় এটা ছিল রুনির টাকা-পয়সা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে নেওয়ার একটা ধান্ধা!রুনি জোর দিয়েই বলেছিলেন, এগুলো ভুল ধারণা। কিন্তু কে শোনে কার কথা! অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচ দিয়ে মাঠে ফেরার দিন তাঁকে ‘দুয়ো’ শুনতে হয়েছে। এই দুয়োর জবাব রুনি গত বুধবার দিয়েছেন পেনাল্টি থেকে গোল করে চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সের বিপক্ষে দল জিতিয়ে।তবে এই গোল করার পরও রুনি তাঁর স্বভাবসুলভ ঔদ্ধত্য দেখাননি। তিনি বরং মিটিয়ে নিতে চেয়েছেন সমর্থকদের সঙ্গে ভুল বোঝাবুঝিটা। তাই তাঁর এমন ক্ষমাপ্রার্থনা, ‘আমার মনে হয়, আমি আগেই সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু অনেকেই বলছে তা করিনি। যদি নাই করে থাকি, তাহলে এখন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’ রুনির প্রতি ম্যানইউর সমর্থকদের ক্ষোভের কারণ ছিল আরেকটি। তাদের ধারণা হয়েছিল ম্যানইউ ছেড়ে রুনি ‘নগরশত্রু’ ম্যানচেস্টার সিটিতে যেতে চান। রুনি সমর্থকদের এই ধারণাটাও ভুল বলছেন। তাঁর কথা, ‘সবাই বলছিল আমি ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছিলাম। বিশ্বাস করুন, আমি যদি ম্যানইউ ছাড়তাম তাহলে ইংল্যান্ডের কোনো ক্লাবেই যেতাম না।’ এই ভুল ধারণা, তাঁর প্রতি সমর্থকদের মন বিষিয়ে ওঠা—সবকিছুই পেছনে ফেলতে চান রুনি। শুরু করতে চান আবার নতুন করে। সেই নতুন শুরুটা বুধবার হয়েই গেছে। এবার এটাকে বয়ে নিতে চান। আজ লিগে ওল্ড ট্রাফোর্ডে ব্ল্যাকবার্নের বিপক্ষে খেলবে ম্যানইউ। প্রায় মাস দুই পরে পাওয়া গোলের ধারাটা এ ম্যাচেও ধরে রাখতে চান। তবে কোচ ফার্গুসন এখনই এতটা আশা করেন না। রুনির পুরো ছন্দে ফেরার অপেক্ষায় তিনি, ‘ও এখনো পুরো ছন্দে ফেরেনি। নিজেকে শতভাগ ফিরে পেতে আরও কিছু ম্যাচ খেলতে হবে ওকে।’ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যাচ আছে আর্সেনাল ও ম্যান সিটিরও। পয়েন্ট তালিকার তিন নম্বর দল আর্সেনাল যাচ্ছে অ্যাস্টন ভিলার মাঠে। আর চতুর্থ স্থানে থাকা ম্যান সিটি খেলবে স্টোকের সঙ্গে।

No comments

Powered by Blogger.