বোরকা নিষিদ্ধ করায় ফ্রান্সকে লাদেনের হুমকি

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নতুন এক অডিও বার্তায় বলেছেন, প্রকাশ্য স্থানে ফ্রান্স নারীদের বোরকা পরার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা তাদের (আল-কায়েদার) হাতে আটক ফরাসি পাঁচ নাগরিককে হত্যা করার বৈধতা দিয়েছে। গতকাল বুধবার আল-জাজিরা টেলিভিশন ওসামার প্রায় দুই মিনিটের ওই অডিও বার্তাটি প্রচার করে।
গত ১৫ সেপ্টেম্বর রাতে নাইজারের সাহারা মরুভূমি এলাকা থেকে আল-কায়েদা জঙ্গিরা সাতজন বিদেশিকে অপহরণ করে। এদের পাঁচজন ফ্রান্স, একজন টোগো ও একজন মাদাগাস্কারের নাগরিক।
নতুন বার্তায় লাদেন বলেন, ‘তোমরা যদি মুসলমানদের বোরকা পরার স্বাধীনতা কেড়ে নাও, তাহলে তোমাদের দখলবাজ লোকজনকে হত্যা করার অধিকার কি আমাদের নেই?’
লাদেন তাঁর অডিও ভাষণে আফগানিস্তান থেকে সেনাসদস্য সরিয়ে নেওয়ার জন্যও ফ্রান্সের প্রতি আহ্বান জানান। অডিও বার্তাটি সত্যিই লাদেনের কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

No comments

Powered by Blogger.