বড় স্বপ্ন নেই ধোনির

২০১১ বিশ্বকাপ শুরুর বাকি চার মাসেরও কম। কিন্তু এখনো মহেন্দ্র সিং ধোনির ভাবনাটা পুরোপুরি বিশ্বকাপকেন্দ্রিক হয়নি। এক বাণিজ্যিক প্রচারণায় কলকাতায় এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, ‘(বিশ্বকাপ নিয়ে) এখনই কথা বলাটা আগেভাগেই হয়ে যায়...ওটার জন্য হাতে এখনো ভালোই সময় আছে।’
বিশ্বকাপ নিয়ে কথা বলতে চান না, তবে বিশ্বকাপের জন্য যে বিষয়টির ওপর সবচেয়ে গুরুত্ব দিতে চান, তা ঠিক করে ফেলেছেন ধোনি। তাঁর ভাষায়, ‘বর্তমান সময় আর বিশ্বকাপ শুরুর মাঝখানে অনেক বিষয়ই উঠে আসবে। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের ফিটনেস এবং পারফরম্যান্স। সব খেলোয়াড়ের চোটমুক্ত থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের সাফল্যের স্বার্থেই এটি দরকার।’
তাঁর নেতৃত্বেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। সর্বশেষ সিরিজে দেশের মাটিতে ধোনির ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রেষ্ঠত্ব সংহত করেছে আরও। একজন অধিনায়ক হিসেবে সাফল্যের ভেলায় ভাসছেন ধোনি। কী তাঁর সাফল্যের রহস্য? ‘আমি সফল, কারণ আমি একটা সফল দল পেয়েছি’—বলেছেন ধোনি।
কোনো বড় স্বপ্ন আছে কি না, এমন এক প্রশ্নের উত্তরেও ভারত অধিনায়ক বাস্তববাদী, ‘আমি বর্তমানেই বিশ্বাসী।...অতীত কিংবা ভবিষ্যৎ কোনোটাই ভাবি না। বড় কোনো স্বপ্নও দেখি না। আমি আসলে বাস্তববাদী।’

No comments

Powered by Blogger.