হবিটের শুটিং নিউজিল্যান্ডেই

প্রধানমন্ত্রী জন কি বলেছেন, জে আর টোলকিয়েনের শিশুতোষ ফ্যান্টাসি দ্য হবিট অবলম্বনে নির্মিতব্য দুটি চলচ্চিত্রের শুটিং পূর্বপরিকল্পনামতো নিউজিল্যান্ডেই হবে। হলিউডের নির্বাহীরা ছবি দুটির শুটিং নিউজিল্যান্ডে না-ও হতে পারে বলে ঘোষণা দেওয়ার দুই দিন পর প্রধানমন্ত্রী গতকাল বুধবার এ বিষয়ে নিশ্চিত করেন।
বেতনবিষয়ক জটিলতা নিয়ে ছবি দুটির নির্ধারিত কলাকুশলীরা কাজ না করার হুমকি দেওয়ায় গত সোমবার প্রযোজক ওয়ার্নার ব্রস ছবি দুটি নিউজিল্যান্ডে চিত্রায়িত না-ও হতে পারে বলে ঘোষণা দেন।
শুটিং অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে নিউজিল্যান্ডে কয়েক দিন আগে শত শত লোক রাজপথে বিক্ষোভ করে। তারা যেকোনো মূল্যে চিত্রায়ণের কাজ সে দেশেই করার দাবি তোলে। ছবি দুটি তুমুল জনপ্রিয় চলচ্চিত্র লর্ড অব দ্য রিংস ত্রয়ীর আগের কাহিনি (প্রিকুয়েল) হিসেবে নির্মিত হবে।
গতকাল প্রধানমন্ত্রী জন কি জানান, ছবি দুটি প্রযোজনার ক্ষেত্রে তাঁর সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।
হলিউডের বিখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন তাঁর জন্মভূমি নিউজিল্যান্ডে এর আগে তিন পর্বে লর্ড অব দ্য রিংস ছবি তৈরি করেন। ওই তিনটি পর্বই ব্যবসায়িকভাবে বড় সফলতা পায়।

No comments

Powered by Blogger.