উডসের পতন

আগামী রোববার আরেকটি দুঃসংবাদ শুনতে যাচ্ছেন টাইগার উডস। টানা ২৮১ সপ্তাহ পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি হাতছাড়া হচ্ছে এই গলফ তারকার।
২০০৫ সালের জুন থেকে এক নম্বর জায়গাটি ছিল তাঁর দখলে। সেই মুকুটটিই জার্মানির মার্টিন কেমার নয়তো ইংল্যান্ডের লি ওয়েস্টউডের কাছে হাতছাড়া করতে হবে উডসকে। আজ থেকে শুরু হতে যাওয়া আন্দালুসিয়া মাস্টার্সের সেরা দুইয়ের মধ্যে থাকতে পারলে নতুন র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে যাবেন কেমার। কেমার ব্যর্থ হলে এক নম্বর হবেন এখন পর্যন্ত কোনো মেজর জিততে না পারা ওয়েস্টউড। মুকুটটা কার মাথায় উঠছে, এটা এখনো নির্ধারিত না হলেও উডসের র‌্যাঙ্কিং পতন হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সেদিক দিয়ে দেখলে দুঃসংবাদ শোনার জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করার দরকারই নেই। সেটি এরই মধ্যে শুনে বসে আছেন মার্কিন কিংবদন্তি।

No comments

Powered by Blogger.