সু চিকে মুক্তি না দেওয়ায় বান কি মুনের উদ্বেগ

মিয়ানমারে নির্বাচনের আগে দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতে জান্তা সরকার অস্বীকৃতি জানানোয় জাতিসংঘের মহাসচিব বান কি মুন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গত শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে মুন ওই উদ্বেগের কথা জানান। ৭ নভেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন হওয়ার কথা।
মুন অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গীকার পূরণে জান্তা সরকারের পদক্ষেপ ‘মন্থর ও অপূর্ণাঙ্গ’। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে বসতে জান্তা সরকারের অস্বীকৃতিতে গভীর হতাশার সৃষ্টি হয়েছে। মুন আরও বলেন, গত বছর তাঁর মিয়ানমার সফরের পর থেকে জান্তা সরকার কয়েকটি বিষয়ে নমনীয়তা, দেখিয়েছে। তবে রাজনৈতিক বন্দীদের আটকে রাখাসহ অং সান সুচিকে গৃহবন্দী রাখার ব্যাপারটি গভীর উদ্বেগের।
জান্তা সরকারের প্রতি দেশটিতে বাকস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, রাজনৈতিক কিতর্ক ও গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়ে মুন বলেন, ‘এসব দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

No comments

Powered by Blogger.