মুর্শিদাবাদে সিপিএম ও কংগ্রেসের সংঘর্ষ, নিহত ৮, আহত ১৪

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে কংগ্রেস এবং সিপিএম নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। গত রোববার মুর্শিদাবাদের ইসলামপুর থানার একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সিপিএম-প্রার্থীরা জয়ী হলে সন্ধ্যার পর থেকে সিপিএম ও কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার সকালে ঘুঘুপাড়া ও চর পিরোজপুর গ্রামে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে এই সংঘর্ষে লিপ্ত হয়। এতে আটজন নিহত হন। এর মধ্যে ছয়জন সিপিএমের নেতা-কর্মী এবং দুজন কংগ্রেসের কর্মী। গুরুতর আহত হয়েছেন ১৪ জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনো এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য নামানো হয়েছে র‌্যাফ এবং কমব্যাট ফোর্সকে। পুলিশ ইতিমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

No comments

Powered by Blogger.