নিউজিল্যান্ডে সোয়াইন ফ্লুতে মৃত ১০

নিউজিল্যান্ডে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ছে। দেশটিতে পাঁচ শতাধিক মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল এ তথ্য জানিয়েছেন।
জনস্বাস্থ্যবিষয়ক পরিচালক মার্ক জ্যাকবস বলেছেন, সোয়াইন ফ্লু আক্রান্ত পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ১৬ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো ছড়িয়ে পড়ছে। জ্যাকবস বলেন, সরকার সোয়াইন ফ্লু মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। আরও ৩৫ হাজার ভ্যাকসিন তৈরি করা হচ্ছে।
গত বছর বিশ্বের বেশ কয়েকটি দেশে সোয়াইন ফ্লু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া হিসেবে ঘোষণা দেয়।
বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এ বছরও কয়েকটি দেশে সোয়াইন ফ্লু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে।

No comments

Powered by Blogger.