তালেবানের সঙ্গে আলোচনা হয়নি: কারজাই

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক কোনো শান্তি আলোচনা হয়নি। তবে ব্যক্তিগত পর্যায়ে তালেবানের কিছু নেতার সঙ্গে যোগাযোগ আছে। সে দেশের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত রোববার এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
কারজাই বলেন, ভবিষ্যতে তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার পরিকল্পনা রয়েছে। সরকার কেবল আফগান তালেবান জঙ্গিদের সঙ্গে ওই আলোচনা করবে, যাঁরা আল-কায়েদা কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অংশ নন। তালেবানের যে অংশ আফগান সংবিধানকে শ্রদ্ধা করে এবং সরকারের গত কয়েক বছরের কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়, সরকার ওই অংশের সঙ্গে শান্তি আলোচনায় বসবে। অন্যদের সঙ্গে নয়।

No comments

Powered by Blogger.