প্রাক-বাছাই দেশেই খেলবে বাংলাদেশ

২০১২ লন্ডন অলিম্পিকের প্রমীলা ফুটবলের প্রাক-বাছাইপর্বের বাংলাদেশের গ্রুপের খেলা হবে বাংলাদেশে। ব্যাপারটা গতকাল নিশ্চিত করেছেন মহিলা ফুটবলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ওরফে বাচ্চু, ‘বাংলাদেশে প্রাক-বাছাইয়ের এই টুর্নামেন্ট হবে। আশা করছি, আগামী দু-একদিনের মধ্যে এই সংক্রান্ত চিঠি হাতে পেয়ে যাব আমরা। আগামী বছর ২৫-২৮ মার্চের মধ্যে টুর্নামেন্টটি শুরু হতে পারে।’
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের তুলনায় গ্রুপের অন্য দুটি দল যথেষ্ট শক্তিশালী—ভারত ও উজবেকিস্তান। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রমীলা সাফ ফুটবলের জন্য অনুশীলনরত ৩৫ জন খেলোয়াড়ের মধ্য থেকে অনূর্ধ্ব-১৯ ও সিনিয়রদের সমন্বয়ে গড়া হবে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে খেলার আগে বিদেশে অনুশীলন ম্যাচও খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম, ‘আমরা চেষ্টা করব অলিম্পিক প্রাক-বাছাইয়ের আগে থাইল্যান্ডে বা নেপালে গিয়ে অনুশীলন ম্যাচ খেলতে। এর আগে নভেম্বরে সাফ ফুটবলে অংশ নেবে মেয়েরা, তাতে আরও ভালো হবে প্রস্তুতি।’
লন্ডন অলিম্পিকের জন্য এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইপর্বে রয়েছে ৩টি গ্রুপ। ‘এ’ গ্রুপে থাইল্যান্ড, হংকং, ভিয়েতনাম, চীনা তাইপে ও মিয়ানমার। ‘সি’ গ্রুপে বাহরাইন, ইরান, ফিলিস্তিন, জর্ডান ও কাতার। তিন গ্রুপের ১৩টি দেশ থেকে মাত্র ৫টি দেশ যাবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই পর্বের চ্যাম্পিয়ন দলই যাবে লন্ডনে। দক্ষিণ কোরিয়া, জাপান, উত্তর কোরিয়া, চীন ও অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করেছে অলিম্পিকে খেলার যোগ্যতা।

No comments

Powered by Blogger.