ফিলিপাইনে জিম্মি নাটক: নিহত ৯

ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী গতকাল সোমবার রাজধানী ম্যানিলায় একটি ছিনতাই হওয়া বাসে অভিযান চালিয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। এর আগে ওই সাবেক পুলিশ কর্মকর্তা অস্ত্রের মুখে পর্যটকদের বহনকারী ওই বাস ছিনতাই করে এর যাত্রীদের জিম্মি করেন এবং আটজন পর্যটককে গুলি করে হত্যা করেন। বাসটিতে ২৫ জন পর্যটক ছিলেন। এদের অধিকাংশই হংকংয়ের নাগরিক।
বাস ছিনতাইকারী সাবেক এই পুলিশ পরিদর্শকের নাম রোলান্ডো মেনডোজা (৫৫) । চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে ২০০৮ সালে বরখাস্ত করা হয়। তিনি তাঁর চাকরি ফিরে পাওয়ার জন্য বাসটি ছিনতাই করেন বলে জানা যায়। মেনডোজা গতকাল সকালে ম্যানিলার পর্যটন এলাকা রিজাল পার্ক থেকে বাসটি ছিনতাই করেন। ১২ ঘন্টা পর রাতে জিম্মি নাটকের অবসান হয়। ছিনতাইয়ের পর মেনডোজা শিশুসহ সাত পর্যটককে ছেড়ে দেন। পরে তাঁর গুলিতে আট পর্যটক নিহত ও আটজন আহত হন।
পুলিশ জানায়, তারা বাসটিতে অভিযান শুরুর পর মেনডোজা আত্মরক্ষার জন্য যাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করেন। পরে আড়াল থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করা হলে তিনি মারা যান।

No comments

Powered by Blogger.