লোকসভার ৩১৫ জন সাংসদ কোটিপতি

ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ৫৪৪ জন সাংসদের মধ্যে ৩১৫ জন সাংসদই কোটিপতি। তাঁদের সম্পদ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তাঁদের অধিকাংশের রয়েছে নিজস্ব ব্যবসা, বাণিজ্যিক সংস্থা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশাল খামার বাড়ি।
ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্লিউ) সম্প্রতি একটি সমীক্ষায় বলেছে, বর্তমানে ভারতের লোকসভার ৫৪৪ জন সাংসদের মধ্যে ৩১৫ জন সাংসদের সঞ্চিত সম্পদের পরিমাণ এক কোটি রুপির ওপর। আর আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় সদ্যনির্বাচিত ৫৪ সাংসদের ভেতর ৪৩ জনই কোটি রুপির বেশি সম্পদের মালিক।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে লোকসভায় কংগ্রেসদলীয় সাংসদদের ১০ জনের মধ্যে সাতজন কোটিপতি। লোকসভায় কংগ্রেসের ২০৬ জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে কোটিপতি ১৪৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির সাংসদেরা। এখন ১১৬ জন সাংসদের মধ্যে কোটিপতি ৫৯ জন। এ ছাড়া কোটিপতি সাংসদদের তালিকায় রয়েছেন মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির ১৪ জন, এম করুণানিধির ডিএমকের ১৩ জন, মায়াবতীর বহুজন সমাজপার্টির ১৩ জন, শারদ-যাদবের সংযুক্ত জনতা দলের আটজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সাতজন। প্রসঙ্গত, পাঞ্জাব থেকে জয়ী সব সাংসদই কোটিপতি।

No comments

Powered by Blogger.