ইরানে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উৎপাদন শুরু

মনুষ্যবিহীন বোমারু বিমান উদ্বোধনের এক দিনের মাথায় গতকাল সোমবার ইরান উচ্চগতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী দুটি জাহাজ উৎপাদনের কাজ শুরু করেছে। ‘সিরাজ’ ও ‘জুলফাকার’ নামের এ জাহাজ দুটি দেশটির সীমান্তবর্তী বিভিন্ন জলসীমায় মোতায়েন করা হবে। শত্রুদের হুঁশিয়ারি উচ্চারণ করে তেহরান বলেছে, ইরানে কেউ হামলা চালালে তা হবে ‘আগুন নিয়ে খেলা’।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাহাজনির্মাণ শিল্পকারখানায় এ জাহাজ দুটির নির্মাণকাজ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী আহমদ ভাহিদি গতকাল জাহাজ দুটির উৎপাদন কাজের উদ্বোধন করেন।
আহমদ ভাহিদি বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনীর শক্তি বৃদ্ধি করবে এ জাহাজ। কেউ হামলা চালালে ইরান তার কল্পনাতীত জবাব দেবে। ইরানে হামলা চালানো হলে তা হবে আগুন নিয়ে খেলা।’
আইআরএনএ বলেছে, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজের ক্ষেত্রে জুলফাকের হচ্ছে নতুন সংস্করণ। টহল ও হামলা উভয় ক্ষেত্রে এ জাহাজ ব্যবহার করা যাবে।

No comments

Powered by Blogger.