মেক্সিকো উপসাগরের তেল শুষে নিচ্ছে সুপার ট্যাংকার

তাইওয়ানের একটি সুপার ট্যাংকার গত শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে মেক্সিকো উপসাগরে নিঃসৃত তেল শোষণ শুরু করেছে। বিপির মুখপাত্র টবি ওডন এএফপিকে জানান, ‘এটি দানবের মতো একটি ট্যাংকার, যার দুই ধারে তেল শুষে নেওয়ার ব্যবস্থা রয়েছে।’
এটি তেল ও তেলমিশ্রিত পানি শুষে নেয় এবং তেলটুকু আলাদা করে রেখে পানি ফেলে দেয়। ট্যাংকারটি লম্বায় প্রায় ৯০০ ফুট এবং প্রতিদিন ২১ মিলিয়ন গ্যালন পানিমিশ্রিত তেল শোষণ করতে পারবে।
অন্যদিকে ১০ সপ্তাহ ধরে ছোট তেল শোষার বোটগুলো এ পর্যন্ত মাত্র ২৮ দশমিক ২ মিলিয়ন গ্যালন তেল শোষণ করতে পেরেছে, যা সুপার ট্যাংকারটি প্রায় এক দিনেই পারবে।
২২ এপ্রিল লুইজিয়ানা উপকূল থেকে ৫০ মাইল দূরে (৮০ কিলোমিটার) সাগরের গভীরে বিপি নিয়ন্ত্রিত একটি তেলকূপের রিগে বিস্ফোরণ ঘটলে সেখান থেকে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৬০ হাজার ব্যারেল তেল সাগরের পানিতে মিশছে।

No comments

Powered by Blogger.