মাথা উঁচু করেই দেশে ফিরছে প্যারাগুয়ে

ইউরোপিয়ান ফুটবলের কাছে একে একে ধরাশায়ী হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলো। নেদারল্যান্ডের কাছে হেরে হেক্সা জয়ের স্বপ্ন ধূলিসাত্ হয়ে গেছে ব্রাজিলের। জার্মানির কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে মাথা নুয়ে গেছে মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনার। ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়েরা দেশে ফিরবে মাথা হেঁট করে। তবে স্পেনের সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আর্জেন্টিনা-ব্রাজিলের মতো সমালোচনার বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হবে না প্যারাগুয়েকে। বরং প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর সাফল্য নিয়েই দেশে ফিরে যাবে তারা।
স্পেন-প্যারাগুয়ের ম্যাচে নিঃসন্দেহেই ফেবারিট ছিল ইউরোপিয়ান শিরোপাজয়ী স্পেন। কিন্তু প্যারাগুয়ের সঙ্গে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে জাভি-ভিলাদের। উরুগুয়ের কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, ‘স্পেনের সঙ্গে সমান তালেই খেলে গেছি আমরা, কিন্তু শেষটা ভালোভাবে করতে পারিনি’। প্যারাগুয়ের স্ট্রাইকার অস্কার কার্দোজো পেনাল্টিটা মিস না করলে হয়তো সেমিফাইনালেও পৌঁছে যেতে পারত তারা। এ জন্য কিছুটা অনুতপ্ত হলেও নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট কার্দোজো। ‘পেনাল্টিটা মিস করে কিছুটা অপরাধবোধে ভুগছি আমি। যদি গোলটা করতে পারতাম, তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। কিন্তু আমরা খুবই ভালো খেলেছি, প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছি। এখন মাথা উঁচু করেই দেশে ফিরতে পারব আমরা’, বলেছেন কার্দোজো।

No comments

Powered by Blogger.