কমনওয়েলথ গেমসে ভারতে জঙ্গি হামলা হতে পারে



যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা ভারতকে এই মর্মে একটি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসন্ন কমনওয়েলথ গেমস চলার সময় জঙ্গিরা হামলা চালাতে পারে। শুক্রবার ভারতের সংবাদ সংস্থার কাছে এ কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা স্টাটফোরের কর্মকর্তা স্কট স্টুয়ার্ট। তিনি জানান, এ বছরের ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে পুনে বিস্ফোরণের ঠিক দুই দিন পর জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবা বিশ্বকাপ হকি, আইপিএল এবং কমনওয়েলথ গেমসের সময় হামলা চালাবে বলে হুমকি দিয়েছিল। সেই হুমকির পরিপ্রেক্ষিতেই স্টুয়ার্ট জানিয়েছেন, অক্টোবরে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে জঙ্গি হামলার আশঙ্কা থেকে যাচ্ছে। তিনি এ কথাও বলেছেন, লস্কর ছাড়াও অন্যান্য জঙ্গি সংগঠনও হামলা চালাতে পারে।
আগামী ৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে কমনওয়েলথ গেমসের আসর। এতে যোগ দেবে ৭০টি দেশ।

No comments

Powered by Blogger.