তিব্বতি পরিবেশবাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনা আদালত

জাতিকে বিভক্ত করতে উসকানি দেওয়ার দায়ে গতকাল শনিবার একজন তিব্বতি পরিবেশবাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি চীনা আদালত। আবর্জনা অপসারণ ও গাছের চারা রোপণের জন্য গ্রামবাসীকে সংগঠিত করেছিলেন রিনচেন স্যামড্রাপ নামে ওই পরিবেশবাদী।
কারাদণ্ডপ্রাপ্ত রিনচেন স্যামড্রাপ সিচুয়ান প্রদেশের নিকটবর্তী তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের গোনজো কাউন্টিতে একটি পরিবেশবাদী বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পরিচালনা করেন।
এলাকায় বনায়নের জন্য প্রায় এক হাজার ৭০০ গ্রামবাসীকে জড়ো করেছিল উন্নয়ন সংস্থাটি। এ সংস্থা একটি ছোট সাময়িকী প্রকাশ করে থাকে। এ ছাড়া আন্তর্জাতিক সংরক্ষণ গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে থাকে এনজিওটি। চীনা গণমাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থাটির কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে।
আইনজীবী ঝিয়া জুন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দেশকে বিভক্ত করতে উসকানি দেওয়ার দায়ে রিনচেন স্যামড্রাপকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ওই পরিবেশবাদী আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আইনজীবীরা জানান, দালাই লামাপন্থী একটি নিবন্ধ ওয়েবসাইটে প্রকাশের জন্যও তাঁকে অভিযুক্ত করা হয়েছিল।
আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য রিনচেন স্যামড্রাপের হাতে ১০ দিন সময় রয়েছে।

No comments

Powered by Blogger.