সবার আগে সেমিফাইনালে ঢাকা ডায়নামাইটস

টানা তৃতীয় জয়ে প্রথম দল হিসেবে এনসিএল টি-টোয়েন্টির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সন্ধ্যার ম্যাচে তাদের ৭ উইকেটে জয় সাকিব আল হাসানের কিংস অব খুলনাকে উপহার দিল তিন ম্যাচে দ্বিতীয় পরাজয়।
লিগে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক মোহাম্মদ আশরাফুলের ঢাকা ডায়নামাইটসই। ঠিক ততটাই ‘ধারাবাহিক’ অধিনায়ক আশরাফুলের পারফরম্যান্সও— তিন ম্যাচে তাঁর রান ৭, ০ ও ৭। কিংস অব খুলনার দেওয়া ১২৫ রানের টার্গেট ১৮.৫ ওভারেই ছুঁয়ে ফেলাটা সহজ হয়েছে আশরাফুলের ওপেনিং সঙ্গী শামসুরের ৫২ বলে অপরাজিত ৫১ রানের সুবাদে। এ ছাড়া শ্রীলঙ্কান জীবন মেন্ডিস করেছেন ৩৫ বলে ৪৪ রান।
আশরাফুলের মতোই অবস্থা সাকিব আল হাসানেরও। আগের দুই ম্যাচে ১৮ ও ১৬ করার পর কাল মাত্র ৪ রান করেই রফিকের বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ। খুলনার ১২৫ রানের সংগ্রহে দুই শ্রীলঙ্কানের অবদানই বেশি। উদয়াত্তে ১৯ বলে করেছেন ৩৩, জয়সা ১৮ বলে ২১। ফরহাদ হোসেন ২৪ বলে করেছেন ২৫ রান। ব্যাটসম্যান আশরাফুল জ্বলে উঠতে না পারলেও বোলার আশরাফুল কালও সফল। ২০ রানে ৩ উইকেট, এর মধ্যে ফরহাদ আর নূর হোসেনের উইকেট দুটি পরপর দুই বলে। ‘বোলার’ আশরাফুল প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়ে গেলেন এতে।

No comments

Powered by Blogger.