লির টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টিই খেলবেন। সেটিতেও এখন বাদ সাধছে ইনজুরি। আইপিএলে দুর্দান্ত খেলে যেতে চেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই আইপিএলই ব্রেট লির বিশ্বকাপ-স্বপ্নটাকে সাঙ্গ করে দিয়েছে প্রায়। চোট নিয়ে দেশে ফিরছেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার। আইপিএলের বাকিটা তো বটেই, এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিয়েও এখন সংশয়।
পাঞ্জাবের অধিনায়ক কুমার সাঙ্গাকারা লিকে হারিয়ে হতাশই হয়েছেন, ‘(হাতের) বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় ব্রেট লির জন্য টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল। এটা দুর্ভাগ্যজনক। ও বিশ্বমানের খেলোয়াড়, আশা করছি দ্রুত ফিট হয়ে ফিরে আসবে।’
চোট-আঘাতের সঙ্গে লড়তে লড়তে ক্লান্তি এসে যাওয়াতেই বিদায় বলে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে। মাত্রই গত ডিসেম্বরে কনুইয়ে অস্ত্রোপচার করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন লি। আইপিএলে চার ম্যাচে উইকেটশূন্য থাকার পর অবশ্য প্রশ্ন উঠে গিয়েছিল তাঁকে নিয়ে। যদিও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে লিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে জানিয়ে কোচ টিম নিলসেন বলেছেন, ‘এখন অপেক্ষা করা ছাড়া আমাদের কিছুই করার নেই। ক্যাম্প শুরু করে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার চার-পাঁচ দিন আগ পর্যন্ত আমরা পরিস্থিতি দেখব। আশা করি, এর মধ্যে ওর চোট সেরে উঠবে।’
ওদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইনজুরি হানা দিয়েছে পাকিস্তান দলেও। বিশ্বকাপে যেতে পারছেন না ইয়াসির আরাফাত। পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি নিশ্চিত করেছেন, এই অলরাউন্ডার তাঁদের সঙ্গে শিরোপা ধরে রাখার মিশনে যোগ দিতে পারছেন না। আরাফাতের পরিবর্তে শাহজিব হাসানকে দলে নিতে পারে পাকিস্তান।

No comments

Powered by Blogger.