বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন মক্কায়

সৌদি আরবের পবিত্র মক্কা নগরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবনের উদ্বোধন করা হবে আগামী জুন মাসে। ভবনটির উচ্চতা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চেয়ে ১১ মিটার কম। এ ভবনে একটি ঘড়ি থাকবে, যা হবে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি।
নির্মাণাধীন দ্য মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের মহাব্যবস্থাপক মোহাম্মদ আল-আরকুবি বলেন, এটি লন্ডনের বিখ্যাত ঘড়ি বিগ বেনের চেয়ে ছয়গুণ বড়।
নির্মাণাধীন ওই ভবনের উচ্চতা ৮১৭ মিটার। অন্যদিকে বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।
ভবনের মহাব্যবস্থাপক আরকুবি জানান, আগামী জুনের শেষ নাগাদ ভবনের একটি অংশ খুলে দেওয়া হবে। আর পবিত্র রমজান মাসকে সামনে রেখে জুলাইয়ের শেষ দিকে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি চালু করা হবে। জার্মানিতে তৈরি ওই ঘড়ি ৪৫ মিটার প্রশস্ত ও ৪৩ মিটার উঁচু।
তিনি জানান, ঘড়িটি রাতের বেলায় ১৭ কিলোমিটার দূর থেকে দেখা যাবে। আর দিনে দেখা যাবে ১১ থেকে ১২ কিলোমিটার দূর থেকে।
আরকুবি জানান, সৌদি সরকারের পক্ষে বিন লাদেন গ্রুপ ভবনটি তৈরি করছে। ভবনের ব্যবস্থাপনায় থাকবে ফেয়ারমন্ট হোটেল অ্যান্ড রিসোর্ট। ভবনের আয় খরচ করা হবে মুসলমানদের পবিত্র স্থানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজে।

No comments

Powered by Blogger.