অর্থ বাঁচাতে বিভিন্ন দেশে দূতাবাস বন্ধ করে দেবে ডেনমার্ক

সন্ত্রাসীদের মোকাবিলায় নিরাপত্তা খরচ বেড়ে যাওয়ায় অর্থ বাঁচাতে আলজেরিয়া, জর্ডান, বসনিয়া ও নিকারাগুয়ায় দূতাবাস বন্ধ করে দেবে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
আম্মান ও আলজিয়ার্সের দূতাবাস চলতি বছরের মধ্যে বন্ধ করা হবে। সারায়েভোর দূতাবাস বন্ধ করা হবে আগামী বছর। মানাগুয়ার দূতাবাস বন্ধের তারিখ এখনো ঠিক করা হয়নি। ২০১২ সালে বন্ধ করা হবে হংকংয়ে ডেনমার্কের জেনারেল কনসুলেট। তবে দেশটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তাদের নতুন দূতাবাস খুলবে।
দূতাবাস বন্ধ করার ফলে আগামী তিন বছরে ডেনমার্কের দুই কোটি ৩৬ লাখ মার্কিন ডলার বাঁচবে।
ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে খরচ অনেক বেড়ে গিয়েছিল। এ জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আলজেরিয়ার সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বিশেষ প্রচেষ্টা থাকবে।

No comments

Powered by Blogger.