মহিলা ক্লাব কাপ ক্রিকেটে বিকেএসপির প্রথম জয়

তিন ম্যাচের দুটিতেই জিতে মহিলা ক্লাব কাপ ক্রিকেটের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে আবাহনী। কাল ৩৫ ওভারের ম্যাচে তারা ৯ উইকেটে হারিয়েছে কলাবাগানকে। দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে বিকেএসপি।
সকালে পিচ কাভার দেরিতে সরানোয় গুলশান ইয়ুথ ক্লাব মাঠের উইকেট ছিল ভেজা। খেলাও শুরু হলো একটু দেরিতে। ৪০ ওভারের ম্যাচ সে কারণেই কমিয়ে আনা হয় ৩৫ ওভারে। ম্যাচটা তার পরও শেষ দুপুর ২টার পরপরই। ২৯.২ ওভারে অলআউট কলাবাগানের ৯০ রান মাত্র ১ উইকেট হারিয়ে ১৬.১ ওভারেই টপকে গেছে আবাহনী। মনতাহা খাতুন ৩৫ ও সুবর্ণা ইসলাম ২৪ রানে অপরাজিত ছিলেন। আবাহনীর শারমিন সুলতানা ১৮ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচের সেরা খেলোয়াড়।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের সেরা খেলোয়াড় নুজহাতের ৫১ ও সানজিদার ৪৩ রানের সৌজন্যে ৩৮.২ ওভারে ২৫৫ রান করেছিল বিকেএসপি। জবাবে পুরো ৪০ ওভার ব্যাট করে ৯৯ রানে অলআউট হয়েছে ওয়ান্ডারার্স। ঢাকার ডলি সরকার মাত্র ৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

No comments

Powered by Blogger.