‘ইরানের পরমাণু বোমা তৈরি করতে পাঁচ বছর লাগবে’

মার্কিন সামরিক বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, ইরান এক বছরের মধ্যে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে, যা একটি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে ব্যবহারযোগ্য পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের আরও তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। খবর বিবিসির।
মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ জেনারেল জেমস কার্টরাইট বলেছেন, যদি ইরান চায়, তাহলে এক বছরের মধ্যে একটি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে।
কার্টরাইট বলেন, পরমাণু বোমা তৈরির জন্য ইরানের আরও সময় লাগবে। অভিজ্ঞতা থেকে বলা যায়, এতে তিন থেকে পাঁচ বছর লাগবে।

No comments

Powered by Blogger.