আরেক পা এগোল দিল্লি

চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোভাবে থাকল দিল্লি ডেয়ারডেভিলস।
১৩ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ও দিল্লির পয়েন্ট হলো ১৪। দুদলের সমান ম্যাচে ১২ পয়েন্ট চেন্নাই ও রাজস্থান রয়্যালসের। ম্যাচ বাকি আর একটি করে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত কেবল সেমিফাইনাল নিশ্চিত করেছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১২ রানে বেঁধে রাখে গৌতম গম্ভীরের দিল্লি। আশীষ নেহরা ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন তিন উইকেট। চেন্নাইয়ের সর্বোচ্চ ৩০ রান বদ্রিনাথের। গোটা ইনিংসে ছক্কা মাত্র একটি। এগারো নম্বর ব্যাটসম্যান বলিঙ্গার মেরেছেন সেটি।
৬ রানে তিন উইকেট হারিয়ে ১১৩ রানের লক্ষ্যটাও কঠিন বানিয়ে ফেলেছিল দিল্লি। ৩৮ রানে চার উইকেট পড়ার পর অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক গৌতম গম্ভীর (৫৬ বলে ৫৭) আর মানহাস (৩২ বলে ২৫)।

No comments

Powered by Blogger.