আত্মবিশ্বাস বাড়াতে খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর হাঁটা!

আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যুগে যুগে মানুষ নানা ধরনের পন্থা অবলম্বন করেছে। কিন্তু তাই বলে খালি পায়ে জ্বলন্ত কয়লা কিংবা ভাঙা কাচের টুকরোর ওপর দিয়ে হাঁটা? হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের একটি বেসরকারি বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ক্যাম্পে।
ক্যাম্পে খালি পায়ে শিশুদের জন্য জ্বলন্ত কয়লা ও ভাঙা কাচের টুকরোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতো পরীক্ষার ব্যবস্থা করে সুরাট শহরের রিভারডেল বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিদ্যালয়ের কর্মকর্তারা ওই চ্যালেঞ্জকে গুরুত্বপূর্ণ অনুশীলন হিসেবে বর্ণনা করে বলেন, ওই অনুশীলন শিশুদের শক্ত ও দৃঢ়সংকল্পবদ্ধ করে তুলবে।
বিদ্যালয়ের প্রশাসক কালপেশ প্যাটেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, শিশুদের খালি পায়ে জ্বলন্ত আগুন ও ভাঙা কাচের টুকরোর ওপর দিয়ে হেঁটে যেতে বলা হয়, যা তাদের ভয় মোকাবিলা ও ভয় উতরাতে নতুন পথ খুঁজে নেওয়ার শিক্ষা দেবে।
তিনি জানান, ৯ থেকে ১৪ বছর বয়সী ৮০ জন শিক্ষার্থী জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে গেছে। অন্যদিকে ভাঙা কাচের টুকরোর ওপর দিয়ে হেঁটেছে ১১০ জন শিক্ষার্থী।

No comments

Powered by Blogger.