পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুন

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ করা হবে আগামী ২০ জুন। গতকাল বুধবার দ্য পার্লামেন্টস প্রেস সার্ভিসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির উত্তরসূরি নির্বাচনের জন্য আগাম এই নির্বাচনের ডাক দেওয়া হলো।
দ্য পার্লামেন্টস প্রেস সার্ভিসের বিবৃতিতে বলা হয়, ডায়েটের (পার্লামেন্টের নিম্নকক্ষ) স্পিকার ব্রোনিশ্ল কমোরোভস্কি আগামী ২০ জুন প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোলিশ আইন অনুযায়ী সম্ভাব্য দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে আগামী ৪ জুলাই।
১০ এপ্রিল রাশিয়ার পশ্চিমাঞ্চলে স্মোলেনস্কের কাছে বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট কাচজিনস্কি নিহত হওয়ার পর থেকে পার্লামেন্টের স্পিকার কমোরোভস্কি পোল্যান্ডের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন।
কাচজিনস্কি নিহত হওয়ার দুই সপ্তাহের মধ্যে ভোটগ্রহণের তারিখ ঘোষণার ব্যাপারে আইনগত বাধ্যবাধকতা ছিল।
কাচজিনস্কির যমজ ভাই জারোস্ল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও নিজের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে এখনো কিছু জানাননি তিনি। ২০০৬ ও ২০০৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জারোস্ল।

No comments

Powered by Blogger.