রোবেনের গোলে জিতল বায়ার্ন

লিওঁর গোলমুখ কিছুতেই খুলতে পারছিল না বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত অবশ্য খুলতে পেরেছে। ৬৯ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে দলকে মহামূল্যবান গোল এনে দিয়েছেন আরিয়েন রোবেন। তাঁর এই গোলেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব লিওঁকে হারিয়েছে বায়ার্ন (১-০)।
৩৫ মিনিটে বায়ার্নের মূল অস্ত্র ফ্রাঙ্ক রিবেরি লাল লার্ড দেখে মাঠ ছাড়লেন। বিরতির কিছুক্ষণ পর একই পথের যাত্রী লিওঁর তোলালান। ম্যাচে তখন আক্ষরিক অর্থে ‘সমতা’। তবে যেভাবে ঘরের মাঠে গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলেছে বায়ার্ন, তাতে জিততে পারত বড় ব্যবধানে। বলাই বাহুল্য, গোল মিসই জার্মান পরাশক্তির জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে পড়ছিল। সান্ত্বনা একটাই—অন্তত একটা গোল করে তো ম্যাচ জেতা গেল!

No comments

Powered by Blogger.