ফাইনালে মুম্বাই

শচীন টেন্ডুলকার ৯ বলে ৯ রান করে আউট। মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংস এগোতে থাকল কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। আইপিএলের ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী হতে বড় এককটা রানই দরকার। হিসাব বলছিল ঠেলে-ধাক্কিয়ে স্কোরটা ১৬০ পেরোতে পারে। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাল ১৮৪ রানে! জয়ের ভিত্তিটা শক্ত হয়ে গেল শেষের ওই কটা রানে। সেটির ওপর ভর করে শেষ পর্যন্ত ৩৫ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে এই প্রথম ফাইনালে গেল মুম্বাই।
মুম্বাইয়ের শেষ ৫ ওভারে এল ৭৭ রান। শেষ ৪০ মাত্র ১৪ বলে। ষষ্ঠ উইকেটজুটিতে তিওয়ারি ও পোলার্ড তুললেন ঝড়। পোলার্ড ১৩ বলে এক চার ও তিন ছয়ে ৩৩। ৩১ বলে ৫২ রান তিওয়ারির, যাতে আছে চারটি ৪ আর চারটি ছয়।
শুরুটা মোটামুটি হলেও ইনিংসের মাঝপথে পথ হারিয়ে ফেলে চ্যালেঞ্জার্স। ৮১ রানে পড়েছে তৃতীয় উইকেট, তার পরই ম্যাচ থেকে ছিটকে যাওয়া শুরু। ৯ উইকেটে ১৪৯ রানেই শেষ চ্যালেঞ্জার্স। মালিঙ্গা, হরভজন নিলেন দুটি করে উইকেট। ব্যাটিংয়ের পর ১৭ রানে ৩ উইকেট—ম্যাচসেরার পুরস্কারও উঠল পোলার্ডের হাতে।

No comments

Powered by Blogger.